চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি ৩০০ গ্রাম গান পাউডার এবং ককটেল তৈরির সরঞ্জামসহ এক যুবককে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. মামুন (২০)। তিনি সদর উপজেলার সূর্য নারায়ণপুর বেলপাড়া গ্রামের বাবলু হকের ছেলে। এ ঘটনায় মামুনের বড় ভাই মো. নয়ন (৩৫) পলাতক রয়েছেন।
বিজিবি সূত্রে জানা গেছে, বুধবার (৫ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে বিশেষ তথ্যের ভিত্তিতে জহুরপুরটেক বিওপির একটি টহল দল মামুন ও নয়নের বাড়িতে অভিযান চালায়। অভিযান চলাকালে গান পাউডার ও ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। এ সময় মামুনকে আটক করা হলেও তার বড় ভাই নয়ন পালিয়ে যান।
বিকেল সোয়া ৪টার দিকে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিরা গরুসহ বিভিন্ন ধরনের সীমান্ত চোরাচালানে জড়িত।
তিনি আরও বলেন, “অস্ত্র, গোলাবারুদ, মাদকদ্রব্য, গবাদি পশু, মোবাইল ফোনসহ যেকোনো পণ্য চোরাচালান প্রতিরোধে বিজিবি সীমান্তে নজরদারি জোরদার করেছে।”
এই ঘটনায় মামুন ও নয়নের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা।











