কক্সবাজার থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের চাকা মাঝআকাশে খুলে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। সৌভাগ্যবশত, বিমানে থাকা ৭১ যাত্রী ও দুই ক্রু সদস্যসহ ফ্লাইটটি নিরাপদে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
ঘটনাটি ঘটে গত ১৬ মে, বিজি-৪৩৬ নম্বর ফ্লাইটে। উড়োজাহাজটির ল্যান্ডিং গিয়ারের একটি চাকা কক্সবাজার শহরের সমিতি পাড়া এলাকায় খুঁজে পাওয়া যায়।
সোমবার (১৯ মে) এক বিবৃতিতে বিমান কর্তৃপক্ষ জানায়, “বিয়ারিং কাজ না করায়” চাকা খুলে পড়ে। তবে ঠিক কী কারণে বিয়ারিং অকেজো হয়েছিল, তা জানতে তদন্তের অপেক্ষায় রয়েছে কর্তৃপক্ষ।
ইতোমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দুটি তদন্ত কমিটি গঠন করেছে এবং কানাডার উড়োজাহাজ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ডি-হেভিল্যান্ডের সঙ্গে যোগাযোগ করে একটি কারিগরি দল পাঠানোর অনুরোধ জানিয়েছে।
বিমান কর্তৃপক্ষ জানায়, তদন্ত রিপোর্টের পর বিস্তারিত জানা যাবে।