পাবনার চাটমোহরে সড়কের পাশ থেকে সালমান হোসেন (৮) নামে এক শিশুর মাথা থেঁতলানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৭ এপ্রিল) সকালে উপজেলার ছাইকোলা ব্রিজ সংলগ্ন এলাকায় স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
নিহত সালমান চরনবীণ গ্রামের সাবের মণ্ডলের ছেলে। পরিবারের দাবি, সালমান মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন ছিল। শনিবার সন্ধ্যায় বাবার বাড়ি থেকে দাদির বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে ছাইকোলা এলাকায় ঘোরাঘুরি করছিল সে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে রাস্তার পাশে মাড়াই করা ভুট্টার ওপর মশারির নিচে ঘুমিয়ে পড়েছিল সালমান। ধারণা করা হচ্ছে, রাতে কোনো যানবাহনের চাপায় তার মৃত্যু হয়।
চাটমোহর থানার ওসি মঞ্জুরুল আলম জানান, শিশুটি মানসিক ভারসাম্যহীন ছিল এবং মাঝেমধ্যে রাস্তার পাশে ঘুমাত। মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক দুর্ঘটনায় মৃত্যু বলে নিশ্চিত করেন। স্বজনদের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।