জয়দেবপুর-চন্দ্রা-টাঙ্গাইল-এলেঙ্গা সড়ক চারলেন প্রকল্পে মির্জাপুরের গোড়াই অংশে অধিগ্রহণকৃত ভূমি ও স্থাপনা মালিকদের ক্ষতিপুরণের চেক প্রদান করা হয়েছে। জনগনের দোরগোড়ায় প্রশাসন- এ শ্লোগানকে সামনে রেখে মির্জাপুর পৌর ভূমি অফিস মাঠে এ চেক প্রদান করা হয়।
বৃহস্পতিবার সকালে টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম ক্ষতিগ্রস্থদের মাঝে ক্ষতিপূরণের চেক প্রদান করেন। টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছাম্মদ মোস্তারী কাদেরীর সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত সভায় জেলা প্রশাসক শহীদুল ইসলাম ছাড়াও বক্তৃতা করেন মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মালেক, জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা সুখময় সরকার জয়দেবপুর-চন্দ্রা-টাঙ্গাইল-এলেঙ্গা মহাসড়ক প্রকল্পের পরিচালক খোরশেদ আলম প্রমুখ।
মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মঈনুল হক জানান কোন প্রকার হয়রানী ছাড়া ২৫ জন ক্ষতিগ্রস্থ ভূমি ও স্থাপনা মালিকদের মধ্যে ১৫ কোটি ১ লাখ টাকার ক্ষতিপূরণের চেক প্রদান করা হয়েছে। ভবিষ্যতে ক্ষতিগ্রস্থদের ক্ষতিপুরণের চেক নিজ নিজ এলাকায় গিয়ে প্রদান করা হবে বলে তিনি উল্লেখ করেন।