ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে নববর্ষের শোভাযাত্রার মোটিফে আগুন লাগার ঘটনাকে ‘পরিকল্পিত অগ্নিসংযোগ’ বলে মন্তব্য করেছে বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন ‘সাদা দল’। তারা অবিলম্বে দোষীদের চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে।
শনিবার (১২ এপ্রিল) এক বিবৃতিতে সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম ও অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার বলেন, “শোভাযাত্রার মাত্র দু’দিন আগে এমন ঘটনা নিছক দুর্ঘটনা নয়, এটি সুপরিকল্পিত।”
তারা দাবি করেন, চারুকলা প্রাঙ্গণে তৈরি প্রতিকৃতিগুলোর নিরাপত্তা পর্যাপ্ত ছিল না। রাতে ক্যাম্পাসে ছিল না প্রক্টরিয়াল টিম, আর পুলিশ ছিল গেটের বাইরে। তারা গোয়েন্দা সংস্থার ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন।
বিবৃতিতে আরও বলা হয়, “স্বৈরাচারবিরোধী প্রতিকৃতি তৈরি হওয়ায় এই হামলার পেছনে ফ্যাসিস্টদের সহযোগীরা জড়িত থাকতে পারে।” সাদা দল বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তদন্ত জোরদার করে দোষীদের শাস্তি নিশ্চিত ও ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করার আহ্বান জানায়।
উল্লেখ্য, শনিবার ভোরে নববর্ষের শোভাযাত্রার জন্য তৈরি করা ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’ ও ‘শান্তির পায়রা’ মোটিফে আগুন ধরে যায়। পুলিশ তদন্ত শুরু করেছে, তবে আগুনের সূত্রপাত এখনও নিশ্চিত হওয়া যায়নি।