দীর্ঘ চার মাস চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সোমবার (৬ মে) সকালে বাংলাদেশ বিমানের বিজি-২০২ ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন তিনি। এরপর একই ফ্লাইটে ঢাকায় পৌঁছাবেন।
বিএনপি সূত্র জানিয়েছে, খালেদা জিয়া রোববার (৫ মে) লন্ডন থেকে সরাসরি ফ্লাইটে সিলেটের উদ্দেশ্যে যাত্রা করবেন। তার সফরসঙ্গী হিসেবে থাকবেন দুই পুত্রবধূ ডা. জোবায়দা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান, ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন, উপদেষ্টা এনামুল হক চৌধুরী, এপিএস মাসুদুর রহমান এবং দুই গৃহপরিচারিকা ফাতেমা বেগম ও রূপা হক।
সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে জানান, বেগম জিয়াকে স্বাগত জানাতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে দল। সোমবার সকাল ৮টার মধ্যেই সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নেতাকর্মী ও সাধারণ মানুষকে উপস্থিত থাকতে বলা হয়েছে।
বিমানবন্দরে এক ঘণ্টা অবস্থানের সময় খালেদা জিয়া সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত বিএনপি নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ সময় তার বার্তা গণমাধ্যম ও নেতাকর্মীদের কাছে পৌঁছে দেয়া হবে।
প্রসঙ্গত, চলতি বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে যান খালেদা জিয়া। সেখানে পৌঁছেই তিনি লন্ডন ক্লিনিকে ভর্তি হন এবং অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে ১৭ দিন চিকিৎসাধীন থাকেন। এরপর ২৫ জানুয়ারি থেকে তারেক রহমানের বাসায় তার চিকিৎসা চলছিল।
বেগম জিয়ার দেশে ফেরাকে কেন্দ্র করে সিলেট বিএনপির নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস বিরাজ করছে।