চালের বাজারে স্থিতিশীলতা আসছে এবং মূল্য সহনীয় পর্যায়ে নেমে আসছে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। তার মতে, আশাতীত বোরো ফসল উৎপাদনের কারণে এই ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে।
শনিবার (৩ মে) সকালে নারায়ণগঞ্জের বন্দর এলাকায় নির্মাণাধীন সাইলো ও নতুন খাদ্যগুদামের কাজ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
খাদ্য উপদেষ্টা বলেন, “চালের দাম একেবারে পড়ে যাওয়া উচিত নয়। কারণ কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করা জরুরি। চালের দাম কমে এলে সঙ্গে সঙ্গে আটার দামও কমে আসবে, যা বাজারে স্বস্তি নিয়ে আসবে।”
দেশে গমের চাহিদা ও আমদানির প্রেক্ষাপটে আলী ইমাম বলেন, “বাংলাদেশে প্রতি বছর প্রায় ৭০ লাখ টন গমের চাহিদা রয়েছে। এর মধ্যে মাত্র ১০ লাখ টন দেশের উৎপাদন। বাকি ৬০ লাখ টন গম আমদানি করতে হয়, যার বড় অংশটাই বেসরকারিভাবে আসে।”
এ সময় তিনি জানান, টিসিবির মাধ্যমে বিতরণ করা পুরনো অনেক ভুয়া কার্ড বাতিল করা হয়েছে এবং প্রকৃত সুবিধাভোগীদের জন্য স্মার্টকার্ড চালু করা হচ্ছে। এতে সরকারের সহায়তা আরও কার্যকরভাবে পৌঁছাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারসহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা।
চালের বাজারে স্থিতিশীলতা এবং খাদ্য নিরাপত্তা নিয়ে সরকারের এই পদক্ষেপ কৃষক ও ভোক্তা—উভয়ের জন্য ইতিবাচক বার্তা বহন করছে।