রাষ্ট্রদ্রোহ মামলায় জামিন পাওয়া সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি আজ রবিবার (৪ মে) চেম্বার আদালতে অনুষ্ঠিত হবে। বিষয়টি নিয়ে শুনানির দিন নির্ধারণ করা হয়েছিল গত বুধবার।
অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ সাংবাদিকদের জানান, হাইকোর্টের দেওয়া জামিন আদেশের বিরুদ্ধে আপিল বিভাগের চেম্বার আদালতে শুনানি হবে আজ দুপুরে।
এর আগে, গত বুধবার বিচারপতি আতোয়ার রহমান খান ও বিচারপতি আলী রেজার হাইকোর্ট বেঞ্চ চিন্ময়ের জামিন মঞ্জুর করেন এবং তার জামিন প্রশ্নে জারি করা রুল যথাযথ ঘোষণা করেন। তবে ওই দিনই সন্ধ্যায় রাষ্ট্রপক্ষ জামিন স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করে এবং বিচারপতি মো. রেজাউল হক হাইকোর্টের আদেশ স্থগিত করেন।
চিন্ময়ের আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য জানান, হাইকোর্ট জামিন দিলেও এখনো চিন্ময় কৃষ্ণ দাস কারাগারে আছেন, কারণ কাগজপত্র প্রসেস হতে সময় লাগছে। তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, গত বছরের ২৫ অক্টোবর চট্টগ্রামে চিন্ময়ের নেতৃত্বে একটি ধর্মীয় সমাবেশ হয়। পরে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ এনে রাষ্ট্রদ্রোহের মামলা হয় তার বিরুদ্ধে। এ মামলায় চিন্ময়সহ ১৯ জনকে আসামি করা হয়। গত ২৫ নভেম্বর ঢাকায় তাকে গ্রেপ্তার করে পুলিশ।
চিন্ময় গ্রেপ্তার হওয়ার পর চট্টগ্রামে আদালত চত্বরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তার অনুসারীদের সংঘর্ষ হয়। ওই ঘটনায় একজন আইনজীবী নিহত হন।