চলতি মৌসুমে চীনে ১ লাখ ২০ হাজার মেট্রিক টন আম রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। মাঠ পর্যায়ের প্রস্তুতি ও চ্যালেঞ্জ পর্যবেক্ষণে মঙ্গলবার (২০ মে) চাঁপাইনবাবগঞ্জ সফর করেছেন ইপিবির ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন।
সকালে তিনি শিবগঞ্জের রপ্তানিযোগ্য আমবাগান পরিদর্শন করে স্থানীয় কৃষক ও উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করেন। পরে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে অনুষ্ঠিত এক আলোচনাসভায় অংশ নেন।
সভায় আনোয়ার হোসেন বলেন, “চাঁপাইনবাবগঞ্জের আম মানসম্মত প্যাকেজিং ও প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে আরও প্রতিযোগিতামূলক হতে পারে। এ বছর চীনে ১ লাখ ২০ হাজার মেট্রিক টন আম রপ্তানির লক্ষ্য নেওয়া হয়েছে।”
তিনি আরও জানান, আম রপ্তানির টেকসই উন্নয়নে ‘ম্যাংগো বোর্ড’ গঠন, হট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, আধুনিক প্রক্রিয়াজাতকরণ সুবিধা, রাজশাহী বিমানবন্দর থেকে কার্গো সুবিধা চালু এবং কৃষকদের জন্য স্বল্পমূল্যের সোলার প্যানেল সরবরাহসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।
রপ্তানি প্রসারে আগামী মাসে বিদেশি কূটনীতিক ও আমদানিকারকদের নিয়ে চাঁপাইনবাবগঞ্জে ‘আম উৎসব’ আয়োজনের পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি।
ভারতের সঙ্গে স্থলপথে রপ্তানি জটিলতা প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে দেখছে এবং দ্রুতই সমাধান আসবে।
আলোচনা সভায় চেম্বার সভাপতি আব্দুল ওয়াহেদ, ইপিবির পণ্য পরিচালক মো. শাহজালাল, সহসভাপতি আখতারুল ইসলাম রিমনসহ স্থানীয় চাষি ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।