চুয়াডাঙ্গা পৌর শহরের বাস টার্মিনাল এলাকায় মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে বিপুল হোসেন (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।
বুধবার (২৬ মার্চ) রাত ৮টার দিকে দুর্ঘটনাটি ঘটে। নিহত বিপুল হোসেন চুয়াডাঙ্গার সরোজগঞ্জ ছয়মাইল এলাকার আইতাল হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, ঈদের বাজার করতে বিপুল তার ভাই বিপ্লব ও বন্ধু ওয়াশিমকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে চুয়াডাঙ্গা শহরের দিকে আসছিলেন। পৌর বাস টার্মিনাল এলাকায় পৌঁছালে তাদের মোটরসাইকেলের সঙ্গে একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বিপুলের মৃত্যু হয়। এসময় মোটরসাইকেলে থাকা বিপ্লব ও ওয়াশিম এবং ইজিবাইকের তিনজন আরোহী গুরুতর আহত হন।
আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানান, আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। গুরুতর আহত দুই মোটরসাইকেল আরোহী বিপ্লব ও ওয়াশিমকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, নিহতের মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।