সারা দেশের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ছয় দফা দাবিতে টাঙ্গাইলের সখীপুর উপজেলা স্বাস্থ্য সহকারীরা অবস্থান কর্মসূচি পালন করেছেন।
মঙ্গলবার (২৪ জুন) সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এই কর্মসূচি পালিত হয়। এতে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন, সখীপুর উপজেলা শাখার নেতৃবৃন্দসহ স্বাস্থ্য সহকারীরা অংশ নেন।
তাঁদের প্রধান দাবি হলো—স্বাস্থ্য সহকারীদের শিক্ষাগত যোগ্যতা স্নাতক পর্যায়ে উন্নীত করে ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদা প্রদান এবং ১১তম গ্রেডে বেতন স্কেল বাস্তবায়ন।
এছাড়া অন্যান্য দাবির মধ্যে রয়েছে: নিয়মিত পদোন্নতি, পর্যাপ্ত সংখ্যক পদ সৃজন, চাকরি স্থায়ীকরণ, ঝুঁকিভাতা প্রদান ও কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতকরণ।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের উপজেলা শাখার সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক কামরুন্নাহার আক্তার, সাইফুল ইসলাম, আবু সাইদ, আব্দুল আউয়াল, জিএম জাহিদসহ অন্যরা।
নেতারা জানান, বারবার দাবি জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় তাঁরা আন্দোলনে যেতে বাধ্য হয়েছেন। দ্রুত দাবি মেনে না নিলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত স্বাস্থ্য সহকারীরা।