কোনো নারী যদি ছোট পোশাক পরেন, বারে গিয়ে নাচেন, সেটা কোনো অপরাধ নয়, যতক্ষণ না সাধারণ মানুষের ভাবাবেগে আঘাত লাগে, তারা বিরক্তি প্রকাশ করেন। এ ছাড়া এমন কাজের জন্য কোনো নারীর বিরুদ্ধে মামলা বা অভিযোগও সমীচীন নয়। একটি মামলার রায়ে এমনটাই জানিয়েছেন দিল্লির একটি আদালত। একই সঙ্গে অভিযুক্ত সাত তরুণীকে বেকসুর খালাসের নির্দেশ দেওয়া হয়েছে।
ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। গত বছর মার্চ মাসে দিল্লির পাহাড়গঞ্জের একটি বারের কর্তৃপক্ষ ও সেখানে নাচগান করা কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়। মোট সাত তরুণীর বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগ ওঠে। অভিযোগ করা হয়, তারা অশ্লীলভাবে নাচানাচি করেছেন বারে। সমাজকে খারাপ বার্তা দিচ্ছেন তারা এবং তাদের নাচগান সংস্কৃতিবিরোধী। ভারতীয় দণ্ডবিধির ২৯৪ ধারায় মামলা রুজু হয়। সম্প্রতি মামলাটি ওঠে দিল্লির তিসহাজারি নিম্ন আদালতে। বারে সিসিটিভি ফুটেজও জমা দেওয়া হয়েছিল প্রমাণ হিসেবে।
পরে সব তথ্য-প্রমাণ খতিয়ে দেখার পর বিচারক নীতু শর্মার পর্যবেক্ষণ, যে তরুণীদের নামে অভিযোগ করা হয়েছে, তারা অশ্লীল কিছু করেননি। বিচারক আরো বলেন, ‘অভিযুক্ত নারীরা শরীর অনাবৃত কোনো পোশাক পরেননি। তাদের নাচেও অশ্লীল কিছু দেখা যায়নি। আর যে গানে তারা নাচানাচি করেছেন, সেগুলো নিয়ে সমাজে আপত্তিও নেই।’ এমন মন্তব্যের পরই ওই বারের ম্যানেজারসহ সাত নারীকে বেকসুর খালাসের নির্দেশ দেন বিচারক।
রায়ে তিনি বলেন, ‘এখন ছোট পোশাক পরা কোনো অপরাধ নয়। বারে গিয়ে নাচানাচি করলেও কারও বিরুদ্ধে অপরাধের মামলা হতে পারে না।’
এ ছাড়া মামলার রায়ে এ-ও পরিষ্কার করা হয়েছে, কোনো ধরনের ‘পারফরম্যানস’ নিয়ে তখনই প্রশ্ন উঠতে পারে, যদি তা প্রকাশ্যে হয় এবং তা নিয়ে সাধারণ মানুষ বিরক্তি প্রকাশ করে।