অপারশেন ডেভিল হান্টের অভিযানে টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সাবেক সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনিরের ঘনিষ্ট বন্ধু, এক সহচর ও ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে টাঙ্গাইল সদর থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো- টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সাবেক সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনিরের ঘনিষ্ট সহচর ও বন্ধু সৈয়দ সাদিকুল ইসলাম। তিনি বটতলা এলাকার সৈয়দ নজরুল ইসলাম এর ছেলে। অপর গ্রেপ্তারকৃতরা হলো- ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মাহফুজুর রহমান রোজ (৬২)। তিনি কলেজ পাড়া এলাকার মৃত সৈয়দ মেজবাহ উদ্দিন আহমেদ এর ছেলে এবং টাঙ্গাইল সদর উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি মো. শহিদুল ইসলাম কবির ওরফে ডিস কবির।
পুলিশ জানায়, গত বুধবার রাতে বটতলা এলাকা থেকে সৈয়দ সাদিকুল ইসলাম নামে এক ব্যক্তিকে মদ্যপ অবস্থায় আটক করা হয়। পরে তার সম্পর্কে তথ্য নিয়ে জানা যায়, সাদিকুল ইসলাম সাবেক সংসদ সদস্য ছোট মনিরের ঘনিষ্ট সহচর ও বন্ধু। ওই রাতেই টাঙ্গাইল সদর উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি মো. শহিদুল ইসলাম কবির (ডিস কবির)কে তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়। এর পরদিন পৌর শহরের মেইন সড়ক (নায়ক মান্নার বাসার মোড়) এলাকা থেকে পৌর আওয়ামী লীগের ৬ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সৈয়দ মাহফুজুর রহমান রোজ (৬২)কে গ্রেপ্তার করা হয়েছে। এরপর একই দিন (২৪ জুলাই) তিনজনকে একই সাথে আদালতে হাজির করা হয়। পরে আদালত তাদের কারাগারে প্রেরণ করে।
এ বিষয়ে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের আদালতে প্রেরণ করা হয়। পরে আদালত তাদের কারাগারে প্রেরণ করেন। কোন মামলায় কাকে গ্রেপ্তার করা হয়েছে জানতে চাইলে এই কর্মকর্তা বলেন, বেশ কয়েকটি ঘটনার সাথে তাদের সম্পৃক্ততার বেশ কিছু তথ্য পেয়েছি। তদন্ত চলছে।