‘দিলওয়ালে’, ‘লুকাছুপি’, ‘বারেলি কি বারফি’, ‘হাউসফুল ফোর’খ্যাত কৃতি লিখেছেন, ‘আপনাদের স্বতঃস্ফূর্ত ও অকুণ্ঠ ভালোবাসা, সমর্থন আর পাশে থাকার জন্য ধন্যবাদ দিয়ে শেষ করা যাবে না। আমার জন্মদিনকে আপনারা যেভাবে বিশেষ করেছেন, এ জন্য কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। আমি যখনই বিষণ্ণতায় ভুগেছি, হতাশা লেগেছে, প্রতিবার আপনারা একটা দম নিয়ে আবার সব নতুন করে শুরু করার জন্য উদ্বুদ্ধ করেছেন। আমি সব সময় চেষ্টা করব, যাতে আপনারা আমাকে নিয়ে গর্ব বোধ করতে পারেন।’
এরপরই কৃতি বলেন, ‘আজ আমি আপনাদের বিশেষ কিছু বলতে চাই। আমাকে ভালোবেসে, আমার জন্মদিন উপলক্ষে আপনি ভালো কিছু করুন। যেমন ধরুন, জামাকাপড়, বই, অর্থ, রক্ত দিয়ে মানুষের পাশে দাঁড়ান, মানুষকে সাহায্য করুন। অভুক্তকে এক বেলা হলেও খাওয়ান। গাছ লাগান। রাস্তার কুকুর-বিড়ালকে খাওয়ান। “বিশেষ শিশুদের” সঙ্গে সময় কাটান বা বৃদ্ধাশ্রমে গিয়ে গল্প করে আসুন। একটি শিশুর প্রাথমিক শিক্ষার দায়িত্ব নিন। কেউ ভালোবাসা ছড়িয়ে দিচ্ছে, আরেকজনের জন্য কিছু করছে—এর চেয়ে ভালো উপহার হয় না। আমি এই জন্মদিনে, পরের জন্মদিনে, আগামী সমস্ত জন্মদিনে আপনার কাছ থেকে এই উপহার চাই। কারও কঠিন সময়ে আপনি তাঁর পাশে দাঁড়িয়েছেন, তাঁর মুখে হাসি ফুটিয়েছেন, এই মহাবিশ্বে এর চেয়ে বড় উপহার কিছু হতে পারে না।’