ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস জয়পুরহাটের আক্কেলপুরে লাইনচ্যুত হয়েছে। রবিবার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৩টার দিকে উপজেলার ভদ্রকালী চকরঘুনাথ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, হলহলিয়া রেল ব্রিজের পূর্ব পাশে রেললাইন ভাঙা থাকায় ট্রেনটি লাইনচ্যুত হয়ে প্রায় এক কিলোমিটার দূরে গিয়ে থেমে যায়। আকস্মিক এ ঘটনায় যাত্রীরা আতঙ্কে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসেন। তবে সৌভাগ্যক্রমে কোনো বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।
দুর্ঘটনার পর থেকেই উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ রয়েছে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন হাজারো যাত্রী। খবর পেয়ে রেলওয়ের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। পার্বতীপুর থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন এসে উদ্ধার কার্যক্রম শুরু করেছে।
স্থানীয়রা অভিযোগ করেন, রেললাইন সংস্কারে গাফিলতি ও অবহেলার কারণেই এ দুর্ঘটনা ঘটে। তারা বলেন, সামান্য দেরি হলে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারত। রেলওয়ে কর্মকর্তারা জানান, লাইনচ্যুত বগি অপসারণ শেষে দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে।