কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, “জয় বাংলা কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর নয়, এটি বাংলাদেশের স্বাধীনতার স্লোগান। যত দিন বাংলাদেশ থাকবে, তত দিন জয় বাংলা থাকবে।”
শুক্রবার (৫ এপ্রিল) সন্ধ্যায় টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ছাতিহাটি গ্রামে নিজের মায়ের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিলে এসব কথা বলেন তিনি।
বঙ্গবীর জানান, “গত ২৫ বছর জয় বাংলা বলেনি। আজ মায়ের কবরের পাশে দাঁড়িয়ে শপথ করছি, আজ থেকে জয় বাংলা বলব। এটা আমাদের সবার স্লোগান।”
তিনি বলেন, “স্বাধীন না হলে আজকের বাংলাদেশ সম্ভব হতো না। দুর্ভাগ্যজনকভাবে অনেকেই স্বাধীনতার মূল্য বোঝে না। জাতীয় স্মৃতিসৌধে জয় বাংলা স্লোগান দেওয়ার কারণে যাদের গ্রেফতার করা হয়েছে, আমি তার নিন্দা জানাই।”
পতনোত্তর রাজনৈতিক বাস্তবতা নিয়েও মন্তব্য করে কাদের সিদ্দিকী বলেন, “৫ আগস্ট হাসিনা সরকারের পতন হয়েছে, কিন্তু স্বাধীনতার নয়। যারা নেতৃত্ব দিচ্ছেন, তারা যেন মুক্তিযুদ্ধের চেতনা ভুলে না যান।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাদের সিদ্দিকীর বড় ভাই ও সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, স্ত্রী নাসরিন সিদ্দিকী, ছেলে দ্বীপ সিদ্দিকী, ও মেয়ে কুঁড়ি ও কুঁশি সিদ্দিকীসহ দলের স্থানীয় নেতাকর্মীরা।