যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় অবস্থিত ফোর্ট স্টুয়ার্ট সেনাঘাঁটিতে এক বন্দুকধারীর গুলিতে অন্তত পাঁচজন সেনা সদস্য আহত হয়েছেন। হামলাকারী ব্যক্তি নিজেও ছিলেন সেনাবাহিনীর সক্রিয় সদস্য।
স্থানীয় সময় বুধবার (৬ আগস্ট) সকালে এই হামলার ঘটনা ঘটে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ফোর্ট স্টুয়ার্ট ঘাঁটির ভেতরেই অতর্কিতে গুলি ছোড়ে ২৮ বছর বয়সী কোরনিলিয়াস র্যাডফোর্ড, যিনি সার্জেন্ট পদমর্যাদায় কর্মরত ছিলেন।
হামলায় আহত পাঁচজনকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়া হয়। এর মধ্যে তিনজনের শরীরে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
ঘটনার পরপরই সেনাবাহিনীর সদস্যরা হামলাকারীকে নিয়ন্ত্রণে আনেন। হামলার উদ্দেশ্য এখনও প্রকাশ্যে আসেনি। তবে প্রাথমিক তদন্তে জানা গেছে, তিনি সেনাঘাঁটির নিয়মিত ব্রিগেডেই কর্মরত ছিলেন।
ফোর্ট স্টুয়ার্ট যুক্তরাষ্ট্রের মিসিসিপি নদীর পূর্ব অংশের সবচেয়ে বড় সেনাঘাঁটি। এটি জর্জিয়ার সাভান্না শহর থেকে ৬৪ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। এখানে মার্কিন সেনাবাহিনীর ৩য় ইনফ্যান্ট্রি ডিভিশন এর হাজার হাজার সদস্য ও তাদের পরিবার বসবাস করেন।
জর্জিয়ার গভর্নর ব্রায়ান কেম্প এই ঘটনাকে “গভীরভাবে মর্মান্তিক” আখ্যা দিয়ে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন। অন্যদিকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘটনাটি সম্পর্কে অবগত রয়েছেন এবং তিনি সার্বিক পরিস্থিতির উপর নজর রাখছেন।
যুক্তরাষ্ট্রে অস্ত্রের সহজলভ্যতার কারণে সামরিক ঘাঁটিতেও এ ধরনের সহিংস ঘটনা বাড়ছে বলে মন্তব্য করেছেন নিরাপত্তা বিশ্লেষকরা।