বিশিষ্ট ইসলামী বক্তা ডা. জাকির নায়েকের বাংলাদেশ সফর নিয়ে সিদ্ধান্ত নেবে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়— জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।
রবিবার (২ নভেম্বর) সচিবালয়ে তাবলিগ জামাতের দুই পক্ষের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন,
“জাকির নায়েককে যারা আনতে চাচ্ছেন, তারা আমার সঙ্গে দেখা করেছেন। তবে বিষয়টি আমার এখতিয়ারে নয়; এটি পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়।”
ধর্ম উপদেষ্টা আরও বলেন, “কোনো বিদেশি অতিথি দেশে এলে এ বিষয়ে সিদ্ধান্ত নেয় সংশ্লিষ্ট মন্ত্রণালয়। তারা অনুমতি দিলে তিনিও আসতে পারবেন।”
এ সময় তিনি আসন্ন জাতীয় নির্বাচনের প্রসঙ্গেও বলেন, “আমার বিশ্বাস, আমরা ফেব্রুয়ারিতে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে পারব।”











