গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, জাতি হিসেবে আমরা বরাবরই সুবিধাবাদী ও স্বার্থপর। শুক্রবার রাতে ফেসবুকে পোস্টের মাধ্যমে তিনি এই মন্তব্য করেন।
নুর বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিবের একটি ভিডিও শেয়ার করেন। ভিডিওতে হাবিব বলেন, “যে ছেলে আমরণ অনশন করেছিলেন ডাকসু নির্বাচনের জন্য, সেই ছেলেকে কেন নির্বাচনে অবহেলা করা হলো? ছাত্রদলের ভিতরে হাজার দোষ থাকলেও যারা আন্দোলনে ছিল, তাদের অবহেলা করা হয়েছে।”
নুর ভিডিওটি শেয়ার করে লিখেছেন, “যাদের জন্য আমরা অধিকার ফিরে পাই, মুক্ত হই, তাদেরও ভুলে যাই।” পোস্টে অনেকেই মন্তব্য করেছেন। কেউ লিখেছেন, “বিন ইয়ামিন মোল্লা ভাই এর জন্য কষ্ট লাগলো। আরও বেশি ভোট পেতে পারতো।” অন্যরা লিখেছেন, “ইয়ামিন মোল্লা তার ত্যাগ অনুযায়ী ডাকসু নির্বাচনে মূল্যায়িত হয়নি।”
এ ঘটনার মাধ্যমে নুর স্বপ্ন দেখাচ্ছেন যে, শিক্ষার্থীদের ত্যাগ ও সমর্থনকে সঠিকভাবে মূল্যায়ন করা দরকার, এবং সুবিধাবাদ ও স্বার্থপরতার সংস্কৃতি শিক্ষার্থীর রাজনীতি ও আন্দোলনে প্রভাব ফেলছে।