আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) জাতীয় ঐকমত্য কমিশনের ১৬৬টি প্রস্তাবের মধ্যে ১০৮টিতে পূর্ণ সমর্থন, ৩২টিতে দ্বিমত এবং ২৬টি বিষয়ে আংশিকভাবে একমত পোষণ করেছে।
সোমবার (১৭ মার্চ), এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, ভাইস চেয়ারম্যান লে. কর্নেল (অব.) দিদারুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানী আব্দুল হক ও ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি’র সমন্বয়ে একটি প্রতিনিধি দল জাতীয় ঐকমত্য কমিশনে দলের লিখিত মতামত জমা দেন।
এবি পার্টির সুপারিশগুলোর মধ্যে রয়েছে— সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তাবে সমর্থন, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট গঠনে আপত্তি, প্রাদেশিক শাসন ব্যবস্থার বিপক্ষে অবস্থান, সংবিধান সংশোধনের ক্ষেত্রে উভয় কক্ষের দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার অনুমোদন, গণভোটের বিধানকে সমর্থন এবং প্রার্থীদের ন্যূনতম বয়সসীমা ২১ করার পক্ষে মতামত।
জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষে এবি পার্টির মতামত গ্রহণ করেন সংবিধান সংস্কার কমিশনের চেয়ারম্যান ড. আলী রিয়াজ, নির্বাচন কমিশন সংস্কার কমিশনের চেয়ারম্যান ড. বদিউল আলম মজুমদার এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।
এর আগে, ৬ মার্চ জাতীয় ঐকমত্য কমিশন সংবিধান, প্রশাসন, নির্বাচন, বিচার বিভাগ এবং দুর্নীতি দমন কমিশন সংস্কার বিষয়ে প্রস্তাবনা স্প্রেডশিট আকারে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে পাঠায়। সেই নির্দেশনা অনুযায়ী, আজ (১৭ মার্চ) এবি পার্টি কমিশনের কার্যালয়ে তাদের মতামতসহ পূরণকৃত স্প্রেডশিট জমা দেয়। এতে সংস্কারের সময় ও বাস্তবায়নের উপায় সম্পর্কিত ছয়টি প্রস্তাবও সংযুক্ত করা হয়েছে।