জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের ১৬তম দিনের বৈঠক চলছে। রবিবার (২১ জুলাই) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ বৈঠক শুরু হয়।
আজকের বৈঠকে প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকা ও রাষ্ট্র পরিচালনার মূলনীতি নিয়ে বিস্তারিত আলোচনা হচ্ছে। বৈঠকের শুরুতে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ বলেন, কমিশন ইতিমধ্যে বিভিন্ন প্রস্তাব উত্থাপন করেছে এবং এর মধ্যে অন্তত আটটি বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য তৈরি হয়েছে।
তিনি আরও জানান, কোনো বিষয়ে দ্বিমত থাকলে তা জাতীয় সনদে স্পষ্টভাবে উল্লেখ করা হবে। উচ্চকক্ষ গঠন নিয়েও আগামী এক-দুই দিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর কথা রয়েছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়েও সকল রাজনৈতিক দল একমত হয়েছে বলে জানান ড. আলী রীয়াজ।
 
			 
    	 
		     
                                
 
                                





 
							




