আজ শনিবার (১৯ এপ্রিল) জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসছে জুলাইয়ের অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের গঠিত দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বৈঠকটি সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে, যেখানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল অংশ নেবে।
শুক্রবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় এনসিপির কেন্দ্রীয় দক্ষিণাঞ্চলের সংগঠক এবং ‘সংস্কার বিষয়ক সমন্বয় কমিটির’ সদস্য আরমান হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি যমুনা নিউজকে জানান, “সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলোর কিছু বিষয়ে আমরা দ্বিমত পোষণ করেছি। সেসব নিয়েই মূলত আজকের আলোচনা হবে।”
দ্বিমতের বিষয়গুলোর মধ্যে রয়েছে:
- চার বিভাগে প্রাদেশিক সরকার গঠন
- ফরিদপুর ও কুমিল্লাকে পৃথক বিভাগ করার প্রস্তাব
- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও জেলা প্রশাসককে (ডিসি) ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদান
- সংসদ নেতা ও প্রধানমন্ত্রীকে পৃথক ব্যক্তির দায়িত্বে রাখার প্রস্তাব
- সংবিধানের অনুচ্ছেদ ৭০-এর অর্থবিল সংক্রান্ত ধারা
আরমান হোসাইন জানান, “আমরা কিছু প্রস্তাবনায় পুরোপুরি দ্বিমত করেছি, আবার কিছু ক্ষেত্রে আংশিক মতপার্থক্য রয়েছে। এসব ইস্যুই আলোচনার মূল এজেন্ডায় থাকবে।”
এনসিপি আশা করছে, বৈঠকের মাধ্যমে সংস্কার প্রক্রিয়ায় একটি বাস্তবসম্মত ও গ্রহণযোগ্য রূপরেখা গড়ে উঠবে।