বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসীন হল ছাত্র সংসদের সাবেক জিএস সাইদুর রহমান সাইদ সোহরাব বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন ব্যাহত করতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ষড়যন্ত্র চলছে। তবে বিএনপি এসব ষড়যন্ত্র মোকাবিলা করে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটাবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
শনিবার (১২ জুলাই) টাঙ্গাইলের মির্জাপুরে বাংলাদেশ কোরআন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের উন্নয়ন ও ‘জাতীয় ফতোয়া বিভাগ’ এর উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও ইসলামী মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সাইদ সোহরাব।
মির্জাপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিখ্যাত ফুরফুরা শরীফ (ভারত) এর অন্যতম খলিফা শায়েখ ওমর ফারুক সিদ্দিকী আল নোমানী। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন গোপালপুরের ২০১ গম্বুজ জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি আব্দুল্লাহ আল মামুন।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সাবেক অতিরিক্ত সচিব আলী আহসান, মির্জাপুর পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা ও জাতীয় ফতোয়া বিভাগ মির্জাপুর শাখার প্রধান মুফতি হাফেজ মাওলানা রমিজুল করিম আল নাছিরী।
বক্তব্যে হযরত আলী মিঞা বলেন, ‘‘বিগত সরকারের সময়ে যারা হত্যা, গুম ও অন্যায়কে আশ্রয়-প্রশ্রয় দিয়েছেন, তারা আজ রাজস্বাক্ষী হয়েছেন—এ থেকে আমাদের শিক্ষা নিতে হবে।’’
গোপালপুরের খতিব মুফতি আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘‘আপনারা সন্তানদের ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট যা খুশি বানান, তবে তাদের কোরআন শিক্ষাও দিন।’’
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ কোরআন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের জেনারেল ম্যানেজার (অ্যাডমিন) আশরাফ উদ্দিন।