আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণাকে বিএনপির ‘বিজয়’ হিসেবে উল্লেখ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান।
বুধবার (৬ আগস্ট) দুপুরে সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত “জুলাই গণঅভ্যুত্থান দিবস”-এর বর্ষপূর্তি উপলক্ষে অনুষ্ঠিত এক সমাবেশে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
ড. মঈন খান বলেন, “এই তারিখ ঘোষণাই প্রমাণ করে জনগণের আন্দোলন সফল হয়েছে। তবে শুধু তারিখ ঘোষণা নয়, বিএনপি চায় একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন।”
তিনি দলীয় নেতাকর্মীদের নির্বাচনের জন্য সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।
সমাবেশ শেষে জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বিজয় র্যালি অনুষ্ঠিত হয়।