কাশ্মীর সীমান্তে ফের উত্তেজনা ছড়িয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে। বুধবার (৭ মে) রাতভর দুই দেশের পাল্টাপাল্টি হামলায় অন্তত ৩৬ জনের প্রাণহানি হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। ভারত এই অভিযানের নাম দিয়েছে ‘অপারেশন সিঁদুর’।
ভারতীয় সংবাদমাধ্যমের দাবি, পাকিস্তান ও পাকিস্তান-শাসিত কাশ্মীরের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও গোলাবর্ষণ করেছে দেশটির সেনাবাহিনী। এর জবাবে পাকিস্তানও ভারত-শাসিত কাশ্মীরের সীমান্তবর্তী এলাকায় পাল্টা হামলা চালিয়েছে।
ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে, এই হামলায় অন্তত সাতজন নিহত। তবে বিবিসির বরাতে জানা গেছে, ভারত-শাসিত কাশ্মীরে অন্তত ১০ জন বেসামরিক মানুষের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও ৩২ জন।
পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, ভারতের হামলায় দেশটিতে ২৬ জন নিহত এবং ৪৬ জন আহত হয়েছেন।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কাশ্মীরের পুঞ্চ ও মেন্ধার এলাকা। স্থানীয়রা জানিয়েছেন, রাতে বড় ধরনের বিস্ফোরণের শব্দে ঘুমাতে পারেননি তারা। আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে পালিয়ে গেছেন অনেকেই।
স্থানীয় হাসপাতালগুলো আহত মানুষে ভর্তি হয়ে গেছে বলেও জানানো হয়েছে।
ভারত এই হামলাকে পহেলগাম ও মুম্বাই হামলার জবাব হিসেবে ব্যাখ্যা করেছে।
পুঞ্চের সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট আজহার মজিদ জানিয়েছেন, গোলাগুলি আপাতত বন্ধ রয়েছে