চট্টগ্রামের হাটহাজারীতে বিএনপি কর্মী আব্দুল হাকিমকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে উদ্ধার করা হয়েছে হত্যায় ব্যবহৃত অস্ত্র ও মোটরসাইকেল।
বৃহস্পতিবার (০৬ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রাসেল।
গ্রেপ্তারকৃতরা হলেন— মো. আব্দুল্লাহ খোকন (প্রকাশ: ল্যাংড়া খোকন), মোহাম্মদ মারুফ ও মোহাম্মদ সাকলাইন। অপর এক আসামির পরিচয় যাচাই প্রক্রিয়াধীন রয়েছে।
ঘটনার বিবরণ গত ৭ অক্টোবর বিকেলে হাটহাজারীর মদুনাঘাট এলাকায় নিজ প্রাইভেটকারে ফেরার সময় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, ঘটনার দিন সকালে তিনি ব্যক্তিগত গাড়ি নিয়ে হামিম এগ্রো ফার্মে যান এবং ফেরার পথে মদুনাঘাট ব্রিজের পশ্চিম পাশে হামলার শিকার হন।
হত্যার কারণ প্রাথমিক তদন্ত ও আসামিদের বক্তব্য অনুযায়ী, রাউজানের বালুমহাল নিয়ন্ত্রণ ও স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়।
গ্রেপ্তার ও উদ্ধার অভিযান চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতুর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও হাটহাজারী থানা যৌথ অভিযান পরিচালনা করে—
৩১ অক্টোবর: রাউজানের বাগোয়ান এলাকা থেকে মূল পরিকল্পনাকারী ল্যাংড়া খোকন গ্রেপ্তার। পরে তিনি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
২ নভেম্বর: খোকনের দেওয়া তথ্যে নোয়াপাড়া থেকে মারুফ গ্রেপ্তার, যিনি অস্ত্র সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য দেন।
৪ নভেম্বর: মারুফের তথ্যের ভিত্তিতে নোয়াপাড়ায় অভিযান চালিয়ে সাকলাইনকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে দেশীয় একনলা বন্দুক, একটি এলজি ও হত্যায় ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়।
পুলিশের বক্তব্য অতিরিক্ত পুলিশ সুপার রাসেল বলেন, “সন্ত্রাস দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে চট্টগ্রাম জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”











