জাপানে একটি রেস্তোরাঁয় বিস্ফোরণে একজন নিহত ও ১৭ জন আহত

বৃহস্পতিবার উত্তরপূর্বাঞ্চলীয় ফুকুশিমা প্রিফেকচারের কোরিয়ামা এলাকার ওনিয়াসাই রেস্তোরাঁয় বিস্ফোরণের এ ঘটনাটি ঘটেছে।

রেস্তোরাঁটিতে মেরামতের কাজ চলছিল বলে এর স্বত্বাধিকারী কোম্পানি কলোওয়াইড গ্রুপ জানিয়েছে। এক বিবৃতিতে হতাহতের ঘটনায় ক্ষমা প্রার্থনা করে তারা বিস্ফোরণের কারণ শনাক্ত করতে কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা করছে বলে জানিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স গণমাধ্যমে আসা ছবির বিবরণ দিয়ে জানিয়েছে, বিস্ফোরণের ধাক্কায় রেস্তোরাঁটির ইস্পাতের কাঠামো ছাড়া আর সবকিছু চূর্ণবিচূর্ণ হয়ে গেছে, নিকটবর্তী ভবনগুলোর জানালা ভেঙে পড়েছে আর পুরো এলাকাজুড়ে ধাতুর ও কাঁচের টুকরা ছড়িয়ে ছিটিয়ে আছে।

ওই এলাকার কয়েকজন টুইটার ব্যবহারকারী জানিয়েছেন, তারা বিস্ফোরণের বিকট শব্দ শুনেছেন ও গ্যাসের গন্ধ পেয়েছেন।

গ্যাস লিক থেকেই বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: bangla.bdnews24.com