নির্বাচনের পরিবেশ নিয়ে এখনও সংশয় রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, ‘‘এখনও দেশে সুষ্ঠু ও লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি। ভোটের আগে প্রয়োজনীয় সংস্কার করতে হবে।’’
সোমবার (৭ জুলাই) সকালে সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। জামায়াত ১৯ জুলাই এখানে জাতীয় সমাবেশের আয়োজন করেছে।
পরওয়ার জানান, আসন্ন সমাবেশ থেকে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য ৭ দফা দাবি উত্থাপন করা হবে। তিনি বলেন, ‘‘নির্বাচন পেছানোর কোনো কথা জামায়াত দেয়নি। আমরা শুধু চাই ভোটের আগে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় সংস্কার হোক।’’
তিনি আরও বলেন, জুলাই মাসেই ‘জুলাই সনদ’ ঘোষণার দাবি থাকবে সমাবেশে।
অন্তর্বর্তী সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী এই সমাবেশ সফল করতে সব ধরনের সহযোগিতা করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন জামায়াতের এই নেতা।