বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে আসাদুল হক বাবু হত্যা মামলায় কনটেন্ট ক্রিয়েটর এবং মাই টিভির পরিচালক তৌহিদ আফ্রিদিকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
শনিবার (৩০ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াস শুনানি শেষে এই আদেশ দেন।
এর আগে, গত ২৫ আগস্ট ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালত তৌহিদ আফ্রিদির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি জুলাই আন্দোলনের বিপক্ষে অবস্থান নেন এবং স্বৈরাচারী সরকারের পক্ষ নিয়ে লাইভে উসকানিমূলক বক্তব্য দেন। এছাড়া তিনি অন্য সেলিব্রেটি ও কনটেন্ট ক্রিয়েটরদের আন্দোলন বন্ধের জন্য প্ররোচিত করেন এবং ভিন্নমত পোষণকারীদের হুমকি দেন।
তদন্তে আরও উঠে আসে, তার উসকানিমূলক কার্যকলাপে অনুপ্রাণিত হয়ে স্থানীয় সন্ত্রাসী ও রাজনৈতিক কর্মীরা নির্বিচারে গুলি চালায়। এতে নিহত হন মামলার ভিকটিম আসাদুল হক বাবু (২৪)। মামলার প্রকৃত ঘটনা উদঘাটন ও অজ্ঞাত আসামিদের শনাক্ত করতে তৌহিদ আফ্রিদিকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন ছিল।
রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন আফ্রিদির বিরুদ্ধে হত্যায় সহায়তার অভিযোগ আনেন। তবে আদালতে দাঁড়িয়ে তৌহিদ আফ্রিদি তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন।
প্রসঙ্গত, একই মামলায় ২২ নম্বর আসামি হিসেবে তার বাবা মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকেও গত ১৭ আগস্ট ঢাকা মহানগর পুলিশ গ্রেফতার করে। তিনি বর্তমানে কারাগারে রয়েছেন।