রাষ্ট্রদ্রোহের মামলায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চন্দন কুমার ধর, যিনি চিন্ময় কৃষ্ণ দাস নামেও পরিচিত, তার জামিন প্রশ্নে সুপ্রিম কোর্টে জারি করা রুল শুনানির জন্য প্রস্তুত হয়েছে। আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য জানিয়েছেন, অবকাশ ছুটির পর রুলটির শুনানি অনুষ্ঠিত হবে।
গত ৪ ফেব্রুয়ারি এই রুল জারি হয় এবং ১৯ মার্চ হাইকোর্ট শুনানির তারিখ নির্ধারণ করে। সুপ্রিম কোর্টের অবকাশ ছুটি শুরু হওয়ার পর, ২৩ এপ্রিল প্রথম বুধবার রুলটির শুনানি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
গত বছর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে বক্তব্য প্রদান করে চিন্ময় কৃষ্ণ দাস। ২৫ অক্টোবর চট্টগ্রামের লালদিঘী মাঠে জনসভা অনুষ্ঠিত হয় তার ডাকে। পরে, ৩১ অক্টোবর তাকে ও তার সহযাত্রীদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করা হয়। ২৫ নভেম্বর তাকে গ্রেপ্তার করা হয় এবং ২৬ নভেম্বর জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়।
পরে, চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষ থেকে উচ্চ আদালতে জামিন আবেদন করা হলে, ৪ ফেব্রুয়ারি হাইকোর্ট রুল জারি করে এবং সরকারকে দুই সপ্তাহের মধ্যে জবাব দিতে নির্দেশ দেয়। বর্তমানে রুলটির শুনানি প্রস্তুত রয়েছে।