জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, তার স্ত্রী ও দলের প্রেসিডিয়াম সদস্য শেরিফা কাদের, সাধারণ সম্পাদক জাহিদ হাসান লিমনসহ ১৯ জন নেতার বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (২ জুন) খলিলুর রহমান নামে এক ব্যক্তি মামলাটি দায়ের করেন। এজাহারে অজ্ঞাতনামা আরও ২০-৩০ জনকে আসামি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
লালমনিরহাট সদর থানার ওসি মোহাম্মদ নুর নবী মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
বাদী খলিলুর রহমানের দাবি, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পোলিং এজেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে নেছারিয়া কামিল মাদরাসা কেন্দ্রের বাইরে তাকে মারধর ও হত্যাচেষ্টার শিকার হতে হয়। তিনি অভিযোগ করেন, জি এম কাদেরসহ জাপার নেতাদের নির্দেশেই তাকে হামলার শিকার হতে হয়েছে।
এজাহারে আরও বলা হয়, ওই সময় থানায় মামলা করতে গেলে পুলিশ তা গ্রহণ করেনি।
পুলিশ জানিয়েছে, মামলাটি তদন্তাধীন এবং পরবর্তী পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
 
			 
    	 
		     
                                
 
                                





 
							




