বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণ, শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসন এবং সেই আন্দোলনের আদর্শকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করতে নতুন অধিদপ্তর গঠন করেছে সরকার।
সোমবার (২৮ এপ্রিল) এ সংক্রান্ত গেজেট প্রকাশ করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। এতে জানানো হয়, গত ১২ ডিসেম্বর উপদেষ্টা পরিষদের সভার সিদ্ধান্ত অনুযায়ী অধিদপ্তরটি প্রতিষ্ঠিত হয়েছে।
মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজমের সভাপতিত্বে গত ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় এ অধিদপ্তর গঠনের নীতিগত সিদ্ধান্ত হয়। পরে উপদেষ্টা পরিষদ আনুষ্ঠানিক অনুমোদন দেয়।
গঠিত নতুন “জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর”-এর জন্য ৩৩টি নতুন পদ সৃষ্টির প্রস্তাবও ইতোমধ্যে অনুমোদন দিয়েছে প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটি।
এই উদ্যোগের মাধ্যমে ১৯৭২ সালের ঐতিহাসিক জুলাই গণ-আন্দোলনের স্মৃতি ও চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি সংশ্লিষ্ট পরিবারদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সহায়তা নিশ্চিত করা হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।