বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, জুলাই সনদ স্বাক্ষরের মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক চর্চার নতুন যাত্রা শুরু হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারতের পর তিনি এ মন্তব্য করেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি বাংলাদেশের স্বাধীনতার ঠিকানা এবং বহুদলীয় গণতন্ত্রের ভিত্তি। আমরা এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র সুসংহত করার লক্ষ্যে রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনতে চাই, এবং সেই চর্চা ইতিমধ্যেই শুরু হয়েছে।”
তিনি আরও বলেন, “বর্তমান সময়ে সবচেয়ে জরুরি বিষয় হলো গণতান্ত্রিক সংস্কৃতির চর্চা অব্যাহত রাখা। এর যাত্রা শুরু হয়েছে জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের মাধ্যমে। পূর্ণাঙ্গ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্রকাঠামোতে গণতান্ত্রিক সংস্কারের মাধ্যমে শক্তিশালী গণতান্ত্রিক সমাজ, সরকার এবং রাষ্ট্র গড়ে তোলা সম্ভব হবে। এতে রাষ্ট্রের সব অঙ্গে ভারসাম্য প্রতিষ্ঠিত হবে এবং জনগণের মৌলিক অধিকার ও মানবাধিকার নিশ্চিত হবে।”
সালাহউদ্দিন আহমদ সকলকে আহ্বান জানান ধৈর্য, সহনশীলতা এবং গণতান্ত্রিক সংস্কৃতির চর্চার মাধ্যমে এগিয়ে যেতে। তিনি বলেন, “এভাবে আমরা সত্যিকার অর্থে কার্যকর এবং শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে পারব এবং শহীদদের আত্মত্যাগ ও রক্তদান সফল হবে।”
যেসব রাজনৈতিক দল স্বাক্ষর অনুষ্ঠান থেকে অনুপস্থিত ছিলেন, তার প্রভাব নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “এনসিপি ও কিছু বাম দল স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেনি। তবে তাদের স্বাক্ষরের সুযোগ উন্মুক্ত আছে এবং আশা করি ভবিষ্যতে তারা স্বাক্ষর করবেন। এতে আগামী নির্বাচনে বড় কোনো প্রভাব পড়বে না।”
জুলাই যোদ্ধাদের সঙ্গে পুলিশের সংঘর্ষের বিষয়ে তিনি বলেন, “যেসব বিশৃঙ্খলা দেখা গেছে, তা কিছু উচ্ছৃঙ্খল ছাত্র দ্বারা সৃষ্টি হয়েছে। এটি কোনো জুলাই যোদ্ধা বা গণঅভ্যুত্থানের সঙ্গে জড়িত নয়। ঘটনাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। এ ধরনের আচরণ আমরা নিন্দা করি এবং শৃঙ্খলা বজায় রাখতে সচেষ্ট আছি।”