ঝিনাইদহের কোটচাঁদপুরে ট্রেন অভিযান চালিয়ে প্রায় ৩ কোটি টাকার হেরোইন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৩ মে) রাত ৮টার দিকে রাজশাহী থেকে খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের একটি বগি থেকে এসব মাদক উদ্ধার করা হয়।
মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্যাটালিয়ন সদর থেকে কোটচাঁদপুর রেলস্টেশনে মাদকবিরোধী একটি বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে ট্রেনের ‘ছ’ নম্বর বগির ৫ ও ৬ নম্বর সিটের ওপরের রেলিংয়ের ফেলে রাখা একটি স্কুল ব্যাগ থেকে ২ কেজি ৩২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
বিজিবির দাবি, উদ্ধার হেরোইনের বাজারমূল্য আনুমানিক ৩ কোটি টাকা।
উদ্ধার করা মাদক দ্রব্য আইনানুগ প্রক্রিয়া শেষে ধ্বংস করা হবে বলে জানিয়েছে বিজিবি। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।