ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় মদপানে নয়ন দাস (৩৫) নামে এক নরসুন্দরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ মে) রাত ১১টার দিকে উপজেলার চন্ডিপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নয়ন দাস ওই গ্রামের রবি দাসের ছেলে এবং পেশায় নরসুন্দর ছিলেন।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের স্ত্রী দিপা দাস জানান, সোমবার (১২ মে) রাতে নয়ন মদ পান করে বাড়ি ফেরেন এবং অতিরিক্ত বমি করতে থাকেন। পরে অসুস্থ অবস্থায় স্থানীয়দের সহায়তায় তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
 
			 
    	 
		     
                                
 
                                





 
							




