গাজীপুরের টঙ্গী পূর্ব থানার গোপালপুর কাজীবাড়ি মাজারসংলগ্ন একটি পুকুর থেকে শফিকুল ইসলাম নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২০ মে) রাতে এ তথ্য জানিয়েছে টঙ্গী পুলিশ।
নিহত শফিকুল ইসলাম শেরপুর জেলার নালিতাবাড়ী থানার কৃষ্ণ ডেভিচর গ্রামের ইব্রাহিম খলিলের ছেলে। সে পরিবারের সঙ্গে টঙ্গীর গোপালপুর কাজীবাড়ি এলাকায় বসবাস করত।
পুলিশ জানায়, মঙ্গলবার মধ্যরাতে স্থানীয়রা পুকুরে শিশুটির মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেন। পরে টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ বায়েজিদ ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করেন।
এসআই বায়েজিদ জানান, শিশুটির শরীরে কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহটি গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম জানান, এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি। ঘটনাটি তদন্তাধীন এবং আইনগত প্রক্রিয়া চলছে।