গত ৮ ফেব্রুয়ারি থেকে অপারেশন ডেভিল হান্ট ২৪ দিন পর গতকাল সোমবার (৩ মার্চ) বন্ধ হয়েছে। বর্তমানে চলছে বিশেষ অভিযান। গত ২৪ ঘণ্টায় এ অভিযানে টঙ্গীতে ৭ জনকে আটক করা হয়েছে।
আজ মঙ্গলবার (৪ মার্চ) টঙ্গী পূর্ব থানার ওসি মোহাম্মদ ফরিদুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, ‘চলমান ডেভিল হান্ট অভিযান গতকাল সোমবার বন্ধ হয়েছে। এখন চলছে বিশেষ অভিযান। গত ২৪ ঘণ্টায় টঙ্গী পূর্ব থানায় ৫ জন আটক হয়েছেন।’ টঙ্গী পশ্চিম থানার ওসি ইসকান্দার হাবিবুর রহমান কালের কণ্ঠকে বলেন, ‘বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ২ জন আটক হয়েছেন।’
জানা যায়, গত ৭ ফেব্রুয়ারি গাজীপুরের দাক্ষিণখান গ্রামে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের গ্রামের বাড়িতে বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় ১৫/২০ জন বৈষম্যবিরোধী ছাত্র আহত হন।
পরবর্তী সময় আহত একজন হাসপাতালে মারা যান। পরের দিন ৮ ফেব্রুয়ারি গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিবাদ কর্মসূচি চলাকালে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে দুর্বৃত্তদের গুলিতে এক ছাত্র আহত হন। এসব ঘটনার প্রতিবাদে রাজপথ উত্তপ্ত হলে সরকার গাজীপুরসহ সারা দেশে অপারেশন ডেভিল হান্ট ঘোষণা করে। গতকাল ৩ মার্চ এই অভিযান সমাপ্ত হয়।