টঙ্গীতে ছিনতাই বন্ধের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে ছাত্র-জনতা। আজ শনিবার (২৫ জানুয়ারি) সকাল ১১ টা থেকে ১২ টা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী স্টেশন রোডে এই অবরোধ হয়।জানা যায়, সম্প্রতি টঙ্গী শিল্পাঞ্চল ও আব্দুল্লাহপুরে আশংকাজনক হারে ছিনতাই বেড়ে গেছে।
এই অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট শতাধিক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে, তবুও কমছে না ছিনতাই। এ কারণে ছাত্র-জনতা ছিনতাই বন্ধের দাবিতে আজ মহাসড়ক অবরোধ করে।
অবরোধকারীদের মধ্যে নবাব হাবিবুল্লাহ কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র আকাশ জানান, ‘প্রতিদিনই মহাসড়কে ছিনতাই হচ্ছে, কিন্তু প্রশাসনের ভূমিকা সন্তোষজনক নয়। তাই আমরা নিরুপায় হয়ে জনগণের জানমাল রক্ষার্থে মহাসড়ক অবরোধ করেছি।’ পরে বেলা ১২ টায় প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হয়।