গাজীপুরের টঙ্গীর মাজার বস্তিতে অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী শাহরিয়ার হোসেন সৈকতসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। অভিযানে একটি শর্টগান, চার রাউন্ড গুলি, ১৯৫ গ্রাম হিরোইন, মোবাইল ফোন এবং নগদ টাকা উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাতের আঁধারে এই অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন—শাহরিয়ার হোসেন সৈকত (৩২), মো. শাহানুর আহমেদ অমিত (১৮), মো. হিরা (৩২), মো. বায়জিদ (২৭), মো. জাহিদ (১৯) ও মো. নূর ইসলাম (২৭)।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, সৈকত অস্ত্রধারী মাদক ব্যবসায়ী রবিউল ইসলাম বাবুর সহযোগী হিসেবে মাদক চক্রে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তিনি এলাকায় ভয়ভীতি দেখাতে বিভিন্ন সময় অস্ত্রসহ শোডাউনে অংশ নিতেন এবং মাজার বস্তির একাধিক স্পটে মাদক বিপণনে জড়িত ছিলেন।
সম্প্রতি ২৭ মার্চ টঙ্গীর বড়বাজার মসজিদ এলাকায় এক সংবাদকর্মীকে প্রাণনাশের হুমকি দিয়ে ফাঁকা গুলি ছোড়েন সৈকত। এই অভিযোগে র্যাব গত ৯ এপ্রিল ভোরে টঙ্গী পূর্ব থানাধীন সেনাকল্যাণ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সৈকত বিষয়টি অস্বীকার করেন, তবে তার মোবাইল ফরেনসিক বিশ্লেষণে হানিট্র্যাপ, মাদক বিক্রি এবং অপরাধ সংশ্লিষ্ট একাধিক ভিডিও ও ছবি পাওয়া যায়। এরপর তথ্যের ভিত্তিতে মাজার বস্তির নির্দিষ্ট স্থানে অভিযান চালিয়ে একটি রিভলভার উদ্ধার করা হয়, যা ভারতীয়ভাবে তৈরি বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, ৫ আগস্ট গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার নেতৃত্ব দেওয়ার অভিযোগেও সৈকতের বিরুদ্ধে মামলা রয়েছে। তিনি এক গোপন ফেসবুক গ্রুপে ঘটনার স্বীকারোক্তিমূলক পোস্ট দিয়েছিলেন, যা পরবর্তীতে মুছে ফেলেন।
র্যাব জানিয়েছে, উদ্ধারকৃত হিরোইন ল্যাব পরীক্ষার পর সংশ্লিষ্টদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে। অভিযুক্তদের পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।