গাজীপুরের টঙ্গী মিরার বাজার এলাকার একটি বাসায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে সৃষ্ট আগুনে দগ্ধ হয়ে দম্পতির মৃত্যু হয়েছে। বুধবার রাত ১১:৩০ মিনিটে তারা চিকিৎসাধীন অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রাণ হারান।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানিয়েছেন, হাফিজা খাতুন (২০) ও তার স্বামী রিপন মিয়া (২৩) এই দগ্ধ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন। হাফিজার শরীরের ৭৬ শতাংশ এবং রিপনের শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয়েছিল।
ঘটনার দিন গত ৩ আগস্ট তাদের চার মাস বয়সী পুত্রসন্তান রায়হানও আগুনে দগ্ধ হয়ে হাসপাতালে নেওয়ার পথে মারা গিয়েছিল।
রিপনের মামা ফেরদৌস আহমেদ জানান, ৩ আগস্ট ভোররাতে বৈদ্যুতিক সুইচ দিতে গিয়ে গ্যাস সিলিন্ডার লিকেজের কারণে বিস্ফোরণ ঘটে এবং আগুন ছড়িয়ে পড়ে। ওই রাতে পুরো ঘর গ্যাসে ভর্তি ছিল। শিশুর কান্নায় জেগে ওঠার পর দ্রুত সুইচ দিতে গিয়ে এই দূর্ঘটনা ঘটে।
রিপন মিয়া একটি বেসরকারি প্রতিষ্ঠানে মার্কেটিং কর্মকর্তা ছিলেন এবং হাফিজা গৃহিণী ছিলেন। তাদের বিয়ে হয়েছিল দেড় বছর আগে। নিহত দম্পতির বাড়ি ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ঘোষপাড়া (রিপন) ও পার্শ্ববর্তী পূর্ব পারুলীতলা (হাফিজা) গ্রামে।