টাঙ্গাইলের এলেঙ্গা ক্রসিংয়ে বগি লাইনচ্যুত, যানবাহন চলাচলও বন্ধ

এলেঙ্গা ক্রসিংয়ে বগি লাইনচ্যুত

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের কালিহাতীতে সোমবার রাতে একটি মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে।

ফলে ঢাকার সাথে দেশের উত্তর ও দক্ষিণবঙ্গের ট্রেন যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।

সেই সাথে রেল ক্রসিংয়ের ওপর বগি লাইনচ্যুত হওয়ায় টাঙ্গাইলের সাথে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।

টাঙ্গাইল রেলওয়ে স্টেশনের মাস্টার মো. সোহেল খান জানান, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি মালবাহী ট্রেন রাত সাড়ে ১০টার দিকে কালিহাতী উপজেলার রাজাবাড়ি নামক স্থানে টাঙ্গাইল ময়মনসিংহ সড়কের রেল ক্রসিং অতিক্রমের সময় একটি বগি লাইনচ্যুত হয়।

লাইনচ্যুত হওয়ার বিষয়টি ঢাকায় রেলওয়ে বিভাগকে জানানো হয়েছে। রিলিফ ট্রেন এসে লাইনচ্যুত হওয়া বগি উদ্ধার করবে।

এদিকে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের ওপর ক্রসিংয়ে বগি লাইনচ্যুত হওয়ায় টাঙ্গাইলের সাথে ময়মনসিংহ ও জামালপুরের সরাসরি যানবাহন চলাচল বন্ধ রয়েছে।