টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা বাজারে কালোবাজারির উদ্দেশ্যে পাচারের সময় প্রায় ৪০ বস্তা সরকারি চাল সহ একটি পিকআপভ্যান জব্দ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুল ইসলাম।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়। এলেঙ্গা বাজার এলাকা থেকে চালবোঝাই পিকআপভ্যানটি জব্দ করা হলেও চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
কালিহাতী ইউএনও খায়রুল ইসলাম জানান, “গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আনুমানিক ৩৫-৪০ বস্তা সরকারি চালসহ একটি পিকআপভ্যান জব্দ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এই চালগুলো কালোবাজারির উদ্দেশ্যে পাচার করা হচ্ছিল।”
তিনি আরও বলেন, “পিকআপচালক অভিযান চলাকালে পালিয়ে যায়। কেউ যদি এই চালের বৈধ মালিকানা দাবি করেন, তাহলে প্রমাণ সাপেক্ষে যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ইউএনও খায়রুল ইসলাম আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “সরকারি সম্পদ অপব্যবহার ও কালোবাজারির বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। অপরাধীদের কোনোভাবে ছাড় দেওয়া হবে না।”