নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের কালিহাতীতে রেল লাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।
শনিবার সকালে উপজেলার ধলাটেঙ্গর ৫ নম্বর ব্রীজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছেন ওই এলাকার নিলু মন্ডল ও তার স্ত্রী কল্পনা রানী মন্ডল।
নিহতের পরিবারের লোকজন জানান, সকালে উপজেলার রৌহা গ্রামে স্বামী-স্ত্রী ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার সময় রেল লাইন পার হচ্ছিলেন।
এসময় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা একটি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে মৃত্যুর খবর পেয়ে তারা দুইজনের মরদেহ বাড়িতে নিয়ে যান।
দুপুরে সামাজিক স্মশানে তাদের শেষকৃত্য সম্পন্ন করা হয়।
যমুনা সেতু পূর্ব ইব্রাহিমাবাদ স্টেশন মাস্টার জানান, ঘটনার পরপরই মরদেহ দুটি পরিবারের লোকজন নিয়ে গেছে।