টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় পারিবারিক কলহের জেরে স্বামীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (২ জুলাই) সকাল ৯টার দিকে মমিননগর জামতলা গ্রামের ফেরদৌস হাসান (২৫) নামে ওই যুবকের ঝুলন্ত লাশ কালিহাতী থানা পুলিশ উদ্ধার করে।
ফেরদৌস হাসান রামপুর গ্রামের হারুন হাসানের ছেলে। মঙ্গলবার (১ জুলাই) রাতে খাওয়া-দাওয়া শেষে স্ত্রীসহ নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। বুধবার ভোর ৪টার দিকে স্ত্রী ফেরদৌসকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করেন। স্থানীয়রা ঘটনাস্থলে এসে পুলিশকে খবর দেন।
কালিহাতী থানার এসআই সুকান্ত জানান, খবর পেয়ে ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনও কোনো মামলা দায়ের হয়নি।