টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় জন্ম নিয়েছে এক ব্যতিক্রমী গরুর বাছুর, যার স্বাভাবিক চার পায়ের সঙ্গে রয়েছে অতিরিক্ত একটি পা। বিরল আকৃতির এই বাছুরটি দেখতে দূর-দূরান্ত থেকে উৎসুক মানুষ ভিড় জমাচ্ছেন।
ঘটনাটি ঘটেছে গোপালপুর উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের সাজানপুর গারালিয়া পাড়ায় স্থানীয় কৃষক শাহিন মিয়ার বাড়িতে। গত শনিবার (৫ জুলাই) সন্ধ্যায় তার গাভীটি স্বাভাবিকভাবে বাছুর প্রসব করে। পরে দেখা যায়, বাছুরটির সামনের অংশে একটি অতিরিক্ত পা রয়েছে। তিনটি পায়ের ভরেই স্বাভাবিকভাবে চলাফেরা করছে সে।
প্রথমে পরিবারের সদস্যরা ভয় পেলেও পরে বুঝতে পারেন এটি কোনো রোগ নয়, বরং একটি বিরল প্রাকৃতিক বৈশিষ্ট্য। এ খবর ছড়িয়ে পড়তেই আশপাশের গ্রাম থেকে শত শত মানুষ বাছুরটিকে দেখতে ছুটে আসছেন। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন।
বাছুরটির মালিক শাহিন মিয়া বলেন, “এটি আমাদের পরিবারের জন্য নতুন এক অভিজ্ঞতা। অনেকে বলছেন এটি নাকি সৌভাগ্যের প্রতীক। আমরা বাছুরটির বিশেষ যত্ন নিচ্ছি।”
স্থানীয় বাসিন্দা মুক্তার হোসেন বলেন, “গরুর পাঁচ পা হয় শুনলেও কখনো দেখিনি। নিজের চোখে দেখে অবাক হয়েছি।”
গোপালপুর উপজেলা পশু চিকিৎসা কর্মকর্তা ডা. গোলাম মোর্শেদ জানান, “এটি জেনেটিক মিউটেশনের কারণে হয়ে থাকতে পারে। এমন ঘটনা পৃথিবীতে খুবই বিরল। তবে সাধারণত এটি বাছুরের স্বাস্থ্যের জন্য বড় কোনো ক্ষতির কারণ হয় না, যদি অন্য কোনো জটিলতা না থাকে।”
বর্তমানে বাছুরটি সুস্থ রয়েছে এবং স্বাভাবিকভাবে চলাফেরা করছে বলে জানিয়েছে পরিবার।