টাঙ্গাইলের গোপালপুর বাজারে ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকান উচ্ছেদে অভিযান চালিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তুহিন হোসেন। বুধবার (৩০ জুলাই) সকালে এ অভিযান পরিচালনা করা হয়।
দীর্ঘদিন ধরেই গোপালপুর বাজারের মূল সড়কের পাশের ফুটপাত দখল করে গড়ে উঠেছিল বিভিন্ন অস্থায়ী দোকান। এতে করে পথচারীদের চলাচলে চরম দুর্ভোগের পাশাপাশি সৃষ্টি হচ্ছিল যানজট। বিষয়টি নজরে আসার পর দ্রুত পদক্ষেপ নেন উপজেলা প্রশাসন ও পৌরসভা।
অভিযান চলাকালে অন্তত ১০টির মতো অবৈধ দোকান উচ্ছেদ করা হয় এবং সংশ্লিষ্ট ব্যবসায়ীদের ভবিষ্যতে ফুটপাত দখল না করার বিষয়ে সতর্ক করে দেওয়া হয়।
ইউএনও তুহিন হোসেন বলেন, “পথচারীদের নিরাপদ চলাচলের জন্য ফুটপাত দখলমুক্ত রাখা অত্যন্ত জরুরি। সরকারি জায়গা দখল করে কেউ ব্যবসা করতে পারবে না। এ ধরনের অভিযান নিয়মিত চলবে।”
অভিযানে গোপালপুর থানা পুলিশ, পৌরসভা কর্মকর্তাসহ স্থানীয় প্রশাসনের অন্যান্য সদস্যরা সহযোগিতা করেন।
স্থানীয় সচেতন মহল ইউএনও’র এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা বলছেন, নিয়মিত এমন অভিযান অব্যাহত থাকলে ফুটপাত দখল ও যানজট অনেকটাই কমে আসবে।