টাঙ্গাইলের গোপালপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি এবং গোপালপুর পৌরসভার সাবেক সফল চেয়ারম্যান খন্দকার আব্দুল মান্নানের ৩১তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
রবিবার (১৮ আগস্ট) গোপালপুর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনসমূহের আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে এই প্রয়াত নেতাকে স্মরণ করা হয়। সকালে তাঁর কবর জিয়ারত, দোয়া মাহফিল ও কোরআন খতমের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়।
বাদ আসর খন্দকার আব্দুল মান্নানের নিজ বাড়িতে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন গোপালপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল। সঞ্চালনায় ছিলেন সিনিয়র সহ-সভাপতি আমিন ইসলাম।
এছাড়াও বক্তব্য রাখেন:
-
সাধারণ সম্পাদক কাজী লিয়াকত
-
সহ-সভাপতি শাহজাহান ভিপি
-
পৌর বিএনপির সম্পাদক চান মিয়া
-
সাংগঠনিক সম্পাদক এহসানুল হক চৌধুরী ওপেল
-
উপজেলা যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম লেলিন
-
খন্দকার আব্দুল মান্নানের একমাত্র পুত্র কামরুজ্জামান বাবু
অনুষ্ঠানে গোপালপুর উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন সহযোগী ও ব্যবসায়ী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ বলেন, খন্দকার আব্দুল মান্নান ছিলেন গোপালপুরের গণমানুষের নেতা, সৎ ও ত্যাগী রাজনীতিক। তৃণমূল পর্যায়ের প্রতি তাঁর ভালোবাসা ও দায়িত্ববোধ ছিল দৃষ্টান্তমূলক। আজও গোপালপুরের মানুষ তাঁর অভাব অনুভব করে।
আলোচনা শেষে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।