টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আলেম হাফেজ মুফতী রেজাউল করিম ও তার পরিবারের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে ইউনিয়নের আউলটিয়া বাজারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মামলা সূত্রে জানা যায়, ওয়ারিশানার সম্পত্তি ভাগ-বাটোয়ারা নিয়ে বিরোধের জেরে আব্দুল্লাহ (২৮), পিতা মোশারফ হোসেনসহ আরও ৩-৪ জন অজ্ঞাত সন্ত্রাসী দেশীয় অস্ত্র, রামদা, চাইনিজ কুড়াল ও লোহার রড দিয়ে রেজাউল করিম ও তার পরিবারের উপর হামলা চালায়। এতে গুরুতর আহত হন রেজাউল করিমের পিতা আবু বক্কর সিদ্দিক, মা নাছরিন ও বড় ভাই ফজলুল করিম।
স্থানীয়দের সহযোগিতায় আহতদের প্রথমে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসকরা তাদের ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠান। বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
মানববন্ধনে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী দোষীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।
এসময় উপস্থিত ছিলেন আউলটিয়া ৪নং ওয়ার্ড মেম্বার আনোয়ারুল হোসেন বাকি, মাহমুদুল হাসান বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক আব্দুল লতিফ তালুকদার, প্রতিষ্ঠানটির সভাপতি গোলাম মোস্তফা, আউলটিয়া ডিজি ক্লাবের সভাপতি সেলিম রেজা, আলমগীর হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।