টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এস এম আনিসুর রহমান উত্তমের স্ত্রী লিলি আক্তার (৪০) হত্যা মামলার অন্যতম আসামি লেবু মিয়া (৩৫) গ্রেফতার হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে টাঙ্গাইল পৌর শহরের আনসার ক্যাম্প সড়কে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে র্যাব-১৪ এর সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্প।
গ্রেফতার লেবু মিয়া টাঙ্গাইল সদর উপজেলার পৌলি দক্ষিণপাড়া গ্রামের সোনা মিয়ার ছেলে। তিনি পল্লী বিদ্যুতের ঠিকাদার মোস্তাক আহমেদ রানা হত্যা মামলারও আসামি বলে র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
গত ১৬ সেপ্টেম্বর রাতে কুইজবাড়ি এলাকায় নিজেদের বিস্কুট ফ্যাক্টরির সামনে পূর্বপরিকল্পিতভাবে হামলার শিকার হন লিলি আক্তার। ধারালো অস্ত্রের আঘাতে তিনি গুরুতর আহত হন এবং দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। অন্যদিকে গত ২৬ মে বেলটিয়া বাড়ি মোড়ে সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হন পল্লী বিদ্যুতের ঠিকাদার মোস্তাক আহমেদ রানা, যিনি পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
দুটি হত্যাকাণ্ডের ঘটনায় টাঙ্গাইল সদর থানায় পৃথক মামলা দায়ের করা হলে সিপিসি-৩ র্যাব-১৪ ছায়া তদন্ত শুরু করে। তদন্তে লেবু মিয়াকে দুই ঘটনাতেই সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়।
পরবর্তীতে বৃহস্পতিবার বিকেলে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতারের পর তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সদর থানার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।











