টাঙ্গাইল সদর উপজেলার ছিলিমপুর ইউনিয়নে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে বরুহা গ্রামের উদ্যোগে এলেংজানী নদীতে এই প্রতিযোগিতা আয়োজন করা হয়।
গ্রামবাংলার ঐতিহ্য নৌকা বাইচকে ঘিরে নদীর দুই তীরে উৎসুক মানুষের ভিড় জমে যায়। দুপুর থেকে শুরু হওয়া প্রতিযোগিতা চলে সন্ধ্যা পর্যন্ত। এতে শিশু-কিশোর, নারী-পুরুষসহ সব বয়সী মানুষের উপস্থিতিতে নদীর দুই পাড় মিলনমেলায় পরিণত হয়।
নৌকা বাইচ শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট ফরহাদ ইকবাল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার গোলাম মাওলা। এ সময় ছিলিমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা এবং জেলা সদর ও ইউনিয়ন বিএনপির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।